• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৭৬ | সেপ্টেম্বর ২০১৯ | কবিতা
    Share
  • লিপ্সা : স্বর্ভানু সান্যাল


    কোনো কোনো শীতের রাতে শঙ্খচূড় সাপ হয়ে যাই
    খোলসের আড়ালে পিচ্ছিল
    বিষের আচ্ছাদনে নীল

    শরীরময় ঘুরে বেড়ায় জলজ কাঁকড়ারা
    যেন গাজনের মেলা
    চোখে লেগে থাকে ইন্দ্রজাল
    চেরা জিভে স্বাদ থাকে না, শুধু অন্ধ স্পর্শসুখ
    আর থাকে গভীর অসুখ
    সুখের ভারেতে আনত, বিড়ম্বিত, মূক

    তারপর সারারাত বৃষ্টি হয় অঝোরে
    ভিজি বসে অন্ধকারে ঝাপসা একেলা

    জীবন তো কতগুলো মেঘেদের খেলা




    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments