• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৭৬ | সেপ্টেম্বর ২০১৯ | সম্পাদকীয়/সমীপেষু
    Share
  • সম্পাদকীয় :

    প্রথমেই আপনাদের সবাইকে আমার নিজের ও পরবাস-এর সকলের পক্ষ থেকে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই। কয়েকদিন দেরি হলেও একটি সমৃদ্ধ শারদীয়া সংখ্যা আপনাদের হাতে তুলে দিতে পেরে ভালো লাগল। আপনাদের এই সংখ্যাটি কেমন লাগল জানাবেন।

    'বিষাদবৃক্ষ' (আনন্দ পুরস্কার), 'যুদ্ধান্তে', 'বিদুর' ইত্যাদির লেখক মিহির সেনগুপ্ত পাঠকসমাজে সুপরিচিত। এই সংখ্যা থেকে তাঁর 'কালসন্ধ্যা' নামের একটি উপন্যাস শুরু হল। মহাভারতের কাহিনির উপর ভিত্তি করে রচিত এই উপন্যাসটি প্রতি পনের দিন অন্তর ধারাবাহিকভাবে প্রকাশ করার ইচ্ছে আমাদের। সম্ভব হলে অন্য ধারাবাহিক রচনারও নতুন কিস্তি প্রকাশ করার চেষ্টা করব। কাজেই নিয়মিতভাবে পরবাস-এ আসতে ভুলবেন না।

    ডিসেম্বরের শেষে এর পরের সংখ্যাটি বের হবে। পুরনো লেখকদের সঙ্গে সঙ্গে নতুন লেখক এবং লেখাও চাই। পরবাস-এর প্রচার ও প্রকাশের কাজের জন্যে ভলান্টিয়ার হতে চাইলে যোগাযোগ করুন আমাদের সঙ্গে। এই সুযোগে আমাদের প্রাক্তন ও বর্তমান 'পরবাসী'-দের ধন্যবাদ জানাই--তাঁরা জানেন যে তাঁদের ছাড়া আমরা চালাতে পারতাম না।

    অন্য বছরের মতো এবারেও কিছু বস্ত্র-বিতরণ করা হয়েছে সহযোগী পাঠকদের আনুকূল্যে। আপনাদের সবাইকে, এবং বিশেষ করে রাজীব চক্রবর্তী ও তাঁর বন্ধুদের ধন্যবাদ সব ব্যবস্থা করার জন্যে।




  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)