• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৭৫ | জুন ২০১৯ | গল্প
    Share
  • মধুপুরের পাঁচালি : সমরেন্দ্র নারায়ণ রায়

    তাকাই কে তাকাদুম

    টাঙ্গার পাশে পাশে সাইকেলে যাওয়া,
    হালুয়াই দোকানেতে বসে পেঁড়া খাওয়া,
    আম বাগানে-তে পাহারার ধাওয়া,
    তাকাই কে তাকাদুম ! মকাই কে লাওয়া !!

    শীতকালে হাড় জমা উত্তুরে হাওয়া,
    গরমেতে গোরু-গাড়ি খসখসে ছাওয়া,
    সাল ভর কুয়োপাড়ে ভোরবেলা নাওয়া,
    তাকাই কে তাকাদুম ! মকাই কে লাওয়া !!

    খাটিয়ায় বসে বসে রামা হো গাওয়া,
    রোটি পাকানে কে লিয়ে পোড়ামাটি তাওয়া,
    লিট্টি ও ঠেকুয়া ফুর্তিসে খাওয়া,
    তাকাই কে তাকাদুম ! মকাই কে লাওয়া !!

    ছট পুজো হয়ে গেলে পরসাদ পাওয়া,
    পুরি আর হালুয়াটা ঘীয়ে ভাজা, গাওয়া,
    বুখারেতে চারাগার ডেকে এনে দাওয়া,
    তাকাই কে তাকাদুম ! মকাই কে লাওয়া !!

    গঙ্গার উজানেতে সফিনা-টি বাওয়া,
    তুফানেতে পাটনা বা কলকাতা যাওয়া,
    কলকাতা গিয়ে ফিরে আসতে চাওয়া,
    তাকাই কে তাকাদুম ! মকাই কে লাওয়া !!

    (পরের পাঁচালি)


  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)