• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৭৫ | জুন ২০১৯ | কবিতা
    Share
  • অপেক্ষা : সমরেন্দ্র নারায়ণ রায়



    দিচ্ছে উঁকি আকাশের এক চিলতে।
    প্রশ্নখানার উত্তরটা মিলতে
    হচ্ছে কোনো সুবিধে তার তাতে?
    অপেক্ষা যে করছে বারান্দাতে?






    অলংকরণ (Artwork) : দীপঙ্কর ঘোষ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)