• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৭৫ | জুন ২০১৯ | কবিতা
    Share
  • দিদি : সমরেন্দ্র নারায়ণ রায়



    নাম জানি না, দেখেছি এক অন্য জাতের কুঁড়ি।
    রং তার শাদা, দেখতে গাছটা গোলাপেরই জুড়ি।
    মৃদু পরিমল নতুন কুঁড়িতে থাকে,
    আসে ভ্রমর, আসে মালি, যায় মালিক পাশ কাটিয়ে তাকে।
    কিন্তু সে কুঁড়ি কখনো ফোটে না, মেলে না পাপড়ি তার।
    দু’এক দিনে যায় না ঝরে, গাছেই থাকে, তোলে না কেউ আর।
    পক্ষকাল পরে
    যায় ঝরে,
    ফিরে যায় মাটিতে সে।
    বাগানের দিকে তাকিয়ে, ম্লান হেসে।


    অলংকরণ (Artwork) : দীপঙ্কর ঘোষ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)