• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৭৫ | জুন ২০১৯ | কবিতা
    Share
  • ফর্জ : সমরেন্দ্র নারায়ণ রায়



    কুন্তীর মেয়ে, জুলেখার বোন, মা অহল্যার এরা
    অসম্ভব কি এই যুগেতেও বাড়িতে এদের ফেরা?
    কতটুকু হবে চেষ্টা করতে? এমন সহজ কাজ!
    কবে আর নেবে বুকেতে ফিরিয়ে এ মায়েদের সমাজ?


    অলংকরণ (Artwork) : দীপঙ্কর ঘোষ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)