• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৭৫ | জুন ২০১৯ | কবিতা
    Share
  • খেয়া : সমরেন্দ্র নারায়ণ রায়



    খেয়ার কড়ি ট্যাঁকে গুঁজে বসে আছিস কি রে?
    না ডাকলে খেয়ার মাঝি আসবে না যে ফিরে!
    ওর মনটা ওই পারেতে, তোরও বুঝি তাই?
    দরদ দিয়ে না ডাকলে যে যাওয়ার উপায় নাই।


    অলংকরণ (Artwork) : দীপঙ্কর ঘোষ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)