• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৭৫ | জুন ২০১৯ | কবিতা
    Share
  • সাগর-সন্ধ্যা : সমরেন্দ্র নারায়ণ রায়



    সাগর পাড়ে ঘটার মাঝে একটুখানি ফাঁকা —
    শূন্য দেওয়াল, মধ্যিখানে মুখখানি কার আঁকা?
    চেনা চেনা লাগছে যেন,
    যাচ্ছি তাকে ভুলে কেন?
    সন্ধে হলেই পড়বে মনে, দেখলে হাসি বাঁকা!


    অলংকরণ (Artwork) : দীপঙ্কর ঘোষ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)