• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৭৫ | জুন ২০১৯ | কবিতা
    Share
  • চেনা-অচেনা : ধ্রুব চক্রবর্তী



    ছিলো না কেউ তৃণে
    অন্ধকারে পা ফেলেছি
    উত্তরে দক্ষিণে,
    তোলো এবার পাল
    শেকড়ে গান শোনাচ্ছে কেউ
    সন্ধ্যাসকাল।

    অচেনা মুখ, পুরোনো কোন্ ছবির
    আড়াল থেকে আজ
    হাতছানি দেয় গোপন কারুকাজ,
    রাস্তা খুঁজে নিতে
    দাঁড়াই নিজের মুখোমুখি
    স্রোতের বিপরীতে,
    সে কি আমার?
    সে কি আমার কেউ নয়?
    কোথায় যেন হয়েছিল প্রথম পরিচয়,
    বাড়িয়ে আছি হাত
    সারাজীবন ভাঙাগড়ায় মেলেনি সাক্ষাৎ
    লোকটা তবু বাজায় শুধু বাজায়
    খোলামকুচি ভাঙে
    আবার সাজায়।



    অলংকরণ (Artwork) : অলংকরণ - অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)