• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৭৫ | জুন ২০১৯ | কবিতা
    Share
  • দু'টি কবিতা : সৌমিত্র চ্যাটার্জী



    অভিযোগ

    এত লোভ
    পরাগরেণুতেও ক্ষোভ ...!
    যদি ভাগ চাও, নিয়ে যাও
    শত পুষ্পের অভিযোগ ...

    এত টান
    সংসর্গেও অভিমান ..!
    যদি সুখ চাও, নিয়ে যাও
    অকুণ্ঠ প্রেম প্রকরণ ...

    এত শোক
    চেতনাতেও ক্ষয়রোগ ...!
    যদি দুঃখ চাও, নিয়ে যাও
    পাথর চাপা বেদনা...



    শুধু তোমার জন্য

    ঐ ভূখণ্ড তোমার
    ঐ বদ্বীপ, অনন্ত বিচরণ ভূমি
    চেয়ে দেখ তপ্ত লাভা নয়
    বেরিয়ে আসে স্নিগ্ধ স্রোতস্বিনী
    শুধু তোমার জন্য
    ঐ আগ্নেয়গিরি ...

    ঐ সমুদ্রতট তোমার
    ঐ শঙ্খবেলা, শাসন না মানা ঝাউবন
    দেখ নতজানু
    শুধু তোমার জন্য
    ঐ সপ্তকোটি ঢেউ-এর ধবলগিরি ...

    ঐ উত্তমাশা অন্তরীপ তোমার
    ঐ নীল প্রবালদ্বীপ
    তোমার ক্ষমায়
    দেখ জেগে আছে সাগরের বুকে
    শুধু তোমার জন্য
    ঐ উত্তুঙ্গ পর্বতপ্রাচীর ...



    অলংকরণ (Artwork) : অলংকরণ - অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments