আনমনে যদি কফি কাপ থেকে
আনমনে যদি কফি কাপ থেকে
ঠোঁটে লেগে যায় উত্তাপ —
সামনের কাচ কুয়াশায় ঢাকা
জানালার পাশে টুপটাপ
চুপচাপ শুধু ঝরে শিশিরের
নীড় পেতে চাওয়া শব্দ
কাটে দিনরাত, হাঁটে একা একা
কৌটোয় রাখা অব্দ
জোনাকির মতো দ্যাখে ঝিকমিকে
আকাশে গড়ায় সন্ধ্যা
যদি বিহঙ্গ ওরে বিহঙ্গ মন
মনে আসে কোন আধোচেনা মুখচন্দা
ওড়াও ওড়াও ওড়ার খবর
মোছ মোছ তার দূরভাষ,
দলছুট তুমি একলা আকাশে
একা একা ওড়া বুনোহাঁস।পার্ক স্ট্রিট থেকে ভিজে ভিজে গলা
পার্ক স্ট্রিট থেকে ভিজে ভিজে গলা
রিং টোনে মাখা রোদ্দুর
জীবন আমাকে নিয়ে এলে তুমি
কদ্দুর আজ কদ্দুর?
প্রিন্সেপ ঘাটে নৌকার ছই-এ
প্রেম করি যদি উদ্দাম
ফেসবুকে দিও আপলোড করে
যাতে মুখে মুখে বদনাম
চুমুর মতন ঠোঁটে ঠোঁটে ঘোরে
মোমবাতি হাতে হাতে
জোড়াসাঁকো গিয়ে নতজানু হব
কবিতার সাক্ষাতে।
বাইক-সওয়ারি রঙিন চুরনি
বাইপাসে তোলে ঝঞ্ঝা
হাজার মেসেজ মানত তোদের
আমাদের হীর-রঞ্ঝা।
পার্ক স্ট্রিট থেকে ভিজে ভিজে গলা
রিং টোনে মাখা রোদ্দুর
জীবন আমাকে নিয়ে চলো
যাও যদ্দুর যাবে যদ্দুর।