• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৭৫ | জুন ২০১৯ | কবিতা
    Share
  • অন্ধকার সিরিজ : যশোধরা রায়চৌধুরী


    আলোকে আলোর মত, নিরুদ্‌বিগ্ন, দেখে যাওয়া ভালো।
    সেই বুঝি নিভে গেছে? আমাদের মাথার ভেতর
    এরকম দোষারোপ, ভয়।
    আবেগের ওঠাপড়া যেন কোন আদিম প্রকৃতি
    নির্ধারণ করে দেয়। অন্ধকারে এক-মোমবাতি
    দুই-মোমবাতি আলো এক পা দু পা-র প্রতিশ্রুতি
    নিয়ে আসে। নিজের এই অক্ষমতা শেখ।
    অন্ধকার নতুন নতুন করে পাও।
    আক্রোশ যেরকম। অসন্তোষ যেরকম। আবিল প্রস্তুতি

    আরো দেড় ক্রোশ জুড়ে হেঁটে যেতে হবে অন্ধকারে।



    গর্তের অস্তিত্ব ছিল। আমাদের পদক্ষেপও ছিল।
    শুধু গর্তগুলো এত কাছে ছিল, আমাদের এলোমেলো পায়ে
    এত ভুল ছিল?

    অন্ধকার কোনদিন এমন ছিল না।
    হাওয়া এত আগ্রাসী ছিল না।
    প্রদীপ নেবান হাওয়া, গর্ত আর কয়েক পায়ের চলা বিস্রস্ত করেছে।

    এভাবেই, এভাবেই ইদানীং দোষারোপ চলে।


    পাথরের পারম্পর্য। এদিকে পাথর।
    ওদিকে পাথর। আর মধ্যিখানে পথ।
    আমার হাঁটার জন্য এইটুকু রাখা।
    মারমুখী অস্থিরতা আশেপাশে হাওয়া পালটালো।
    তারই মধ্যে হেঁটে যেতে হবে।
    হেঁটে যেতে হবে শুধু কানফাটা নীরবতা জুড়ে।
    হেঁটে যেতে হবে শুধু অবিন্যস্ত কোলাহল জুড়ে।
    একমাইল হেঁটে যাওয়া, সে তো তিনরাত্রির সমান।

    একক গুলিয়ে গেলে, দুই হস্তপরিমাণ আলো
    তিন ক্রোশ অন্ধকার গিলে নিয়ে মুছে দিতে পারে।

    এটাই আশার কথা। বাকি সব হাঁটাচরাচর।



    অলংকরণ (Artwork) : অলংকরণ - অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)