• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৭৩ | ডিসেম্বর ২০১৮ | কবিতা
    Share
  • বিজুরীয়া : সমরেন্দ্র নারায়ণ রায়



    খেলার সাথী ছিলি সেদিন
           ছাত্রী ছিলি লেখাপড়ায়
    পালিয়ে যাওয়া নদীর পাড়ে
           ফল চুরি আর গাছে চড়ায়
    নতুন চোখে দেখছি তোকে
           আদিম দেবী মাতৃরূপী
    নিজের পুজোর ফুল এনেছিস,
           তুললি কবে চুপি চুপি?






    অলংকরণ (Artwork) : দীপঙ্কর ঘোষ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)