• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৭৩ | ডিসেম্বর ২০১৮ | কবিতা
    Share
  • স্মৃতির খেলা, খেলার স্মৃতি : সমরেন্দ্র নারায়ণ রায়



    কয়েক জনা, বন্ধু সবাই, রয়েছি বসে চুপটি করে
    আমাদেরই জনাদুয়েক আনবে কি সব বোতল ভরে।
    সারা জীবন খেটেখুটে ব্যাপার স্যাপার দেখতে পেয়ে
    আজকে অবসরের পরে দুনিয়া নতুন দেখছি চেয়ে।
    এই বিকেলে পায় তেষ্টা। নকশালদের ভালোই লাগে
    সরকারী বজ্জাতি দেখে "বিবেক" হঠাৎ লাফিয়ে জাগে।
    তারপরেতে পড়লে পেটে ঐ বোতলের একটি "বড়ো",
    "আইন" এবং "শৃংখলা" সব মনের মাঝে হয় যে জড়ো।
    মনটা ভোগে দোটানাতে, চট করে খাই আরেকখানা।
    শুকনো আদিবাসীগুলো এবার এসে দেয় যে হানা।
    কষ্ট তাদের দেয় কাঁদিয়ে, খোঁজ পড়ে ফের বোতলটারি
    বোমায় মরা পুলিশরা সব মনটাকে দেয় করে ভারী।
    বুক ফেটে যায় দুঃখে তাদের, ঝটসে গিলি "পাতিয়ালা",
    আঁতকে উঠে ডিনার খেয়ে ঘুমিয়ে পড়ি, বলে "শ্শালা।"






    অলংকরণ (Artwork) : দীপঙ্কর ঘোষ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)