• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৭৩ | ডিসেম্বর ২০১৮ | কবিতা
    Share
  • সব ছেড়ে দেব : নূপুর রায়চৌধুরি


    সব ছেড়ে দেব
    এই যে মোজেকের ঘর,
    মেহগনি আসবাবপত্র,
    মীনা করা পিক্দানী
    জামদানী কলকিফুলি শাড়ী
    সব যত অলীক সুখের কেয়ারী
    ছেড়ে দেব সব
    অনায়াস তির্যক ভুরুর বিভঙ্গ
    মরাল গ্রীবার অহংকার তরঙ্গ
    আটপৌরে চেনা রতিরঙ্গ
    হেঁটে যাব এক নিভৃত নিকষ কালো অরণ্যপথ
    রাত্রিশেষে সামনে তখন নীলনদীর শান্ত সুখচর




    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)