• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৭৩ | ডিসেম্বর ২০১৮ | কবিতা
    Share
  • আমার সময় শুধু : সমীর সেনগুপ্ত


    রাস্তার পাশে
    সরিয়ে রাখি দিন।
    ধুলো উড়ে যায়
    প্রখর দিনের সূর্য হাতে কাঠে খড়ে ধান শিষের
    পুরোনো দিনের পিঠে নির্নিমেষ উত্তাপ ছড়ায়।
    আমার সময় হাতে।

    কত লোক এল গেল, কতবার দিনান্ত রঙীন
    বয়ে এনে দিল কত মুক্তাতনু রাত্রির পালক।
    আমার সময় পথ হাঁটে।

    অনিরুদ্ধ চেতনার তটে
    এলোমেলো ঢেউ আসে, অসমাপ্ত রেখা ফিরে যায়
    বাতাসে অনেক ছায়া কাঁপে, কাঁপে কত মেদুর বিকেল,
    নিরুদ্দেশ লাইলাকে ভুলে যাওয়া সুগন্ধ ঘনায়।
    রাত্রির ঘোমটায় থেকে নিরুৎসুক মুখ
    আরো দিন চলে গেল।
    জোয়ারের স্তব্ধ প্রতীক্ষায়
    অন্ধকার সমুদ্রের পারে
    আমার সময় শুধু প্রতীক্ষায় ঘুরে ঘুরে ফেরে।

    স্বর্গত সমীর সেনগুপ্তর একটি অপ্রকাশিত কবিতা।



    অলংকরণ (Artwork) : নীলাঞ্জনা বসু
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)