• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৭২ | সেপ্টেম্বর ২০১৮ | কবিতা
    Share
  • একাকিনী : সমরেন্দ্র নারায়ণ রায়



    রাজধর্ম, রাজকার্য ও প্রজাপালন,
    সীমান্তের রক্ষা আর দস্যুনিবারণ।
    রাজার দর্শন নেই প্রাসাদ অন্তরে
    একাকিনী রাণী স্মরে স্মরের মন্তরে।


            




    অলংকরণ (Artwork) : দীপঙ্কর ঘোষ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)