• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৭২ | সেপ্টেম্বর ২০১৮ | কবিতা
    Share
  • পেঁপে : প্রদীপ দাশশর্মা


    হাল্কা করে দেখার কিছু নেই
    কাঁচাও হয়, পাকাঃ উভয়ই কাজে লাগে
    উদরপিণ্ডিতে ভারি-সফল, পেঁপে
    রোগীর পথ্য, লম্বা ঝোল, মশলা-বিনা,
    এক চিম্‌টে হলুদ মাত্র। কাঁচা পেঁপে
    যত টাট্‌কা, তত স্মার্ট, কষ গড়ায় বাঘ-
    নখে। পেট তপ্ত হলে ঠান্ডা পেঁপে দিন
    পেঁপে-ঘন্ট সুস্বাদু, হাল্কা করে দেখার
    কিছু নেই



    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments