• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৭২ | সেপ্টেম্বর ২০১৮ | কবিতা
    Share
  • অবলম্বন : স্বরূপ মণ্ডল


    বড়ই অন্ধকারাচ্ছন্ন এ সময়!
    অন্ধকারেই হাতড়ে বেড়াচ্ছি একে অপরকে।
    কখনো-সখনো স্পর্শ হচ্ছে এক-আধটা হাত।
    সেই হাতটাকেই আঁকড়ে ধরে বাঁচতে চাইছি আপ্রাণ।
    চোখে-মুখে হাত বুলিয়ে নিজের মতো কল্পনা করে নিচ্ছি অবয়ব।
    কল্পনাকে সত্যি ভাবার মহানুভবতায় কেটে যাচ্ছে এ জীবন।
    আপেক্ষিকতার বিচারে মহানুভবতা হয়ে দাঁড়াচ্ছে নির্বুদ্ধিতা।
    এই নির্বুদ্ধিতাকে সঙ্গী করে আমাদের বেঁচে থাকা--
    বেঁচে থাকার আনন্দ!




    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments