১
শোক বেঁধেছো অক্ষরে আজ,
বাতাস বড়ো উদাসীন
মন খারাপের ট্রেন চলছে, দুঃখরা সব অর্বাচীন
কান্নারা সব বসছে সীটে, পাশ ফিরেছে ব্যথারা
আঁচল জুড়ে সমুদ্রস্নান, চুপ করেছে মেঘেরা
আজ গান ফুরোলো গোধূলিতে, আকাশ হলো ম্রিয়মাণ
ফুটবে কলি আবার যদি, রাতফুলে থাক অভিমান
আয়রে জীবন আয়রে পরম, মৃত্যুরা হোক অমলিন
ভিজছে ডানা রাসেল স্ট্রীটে, বাড়ির পাশেই বৃষ্টিপাত
রোমন্থন
সাগর যতোই নীলাম্বরী, জাহাজ কিন্তু কম্পাসের
সন্ধে জ্বলে হ্যালোজিনে, তারিফ থাকে জোছনার
ঝাউবনেরা উড়ছে হাওয়ায়, সমুদ্র স্নান দম্পতির
একটি ঝিনুক ঠেকলো তীরে, ঝড়ের পাশেই অভিসার
ঝরা পাতার শব্দ জমে, ডায়েরিতে আজ অমনিবাস
ঝাপসা বয়স একলা ঘরে, জানলার আজ মনখারাপ
হাওয়ায় ছিলো বসন্ত, কিন্তু তখন মে ফ্লাওয়ার
জীবন ছিলো দুরন্ত, স্পর্শে ফাগুন ভালোবাসার
আকাশ ছিলো মেঘলা, চোখের উঠোন ঝাপসা
বাতাস হলো অভিমানী, বুকপকেটে বর্ষা
বাড়ি
দমকা হাওয়ায় উড়ছে বিষাদ, ভিজলো হলুদ শাড়ি
উড়ছি আমি উড়ছো তুমি, জিনিস রকমারি
ভিজছে রাস্তা উড়ন্ত চিল, সামলে জীবন আস্তে
সুখের পঙ্ক্তি জুড়ছে অসুখ, কবিতা এক দিস্তে
হাঁটছি আমরা উল্টো রাস্তা, সঙ্গে পুরোনো সন্ধে
ঝোলায় রয়েছে বর্ণমালা, ফাগুন রন্ধ্রে রন্ধ্রে
ভিজে ভিজে পা, উফ্! কফিশপে আজ ভীড় বড্ডো
মেঘ লিমেরিক, বৃষ্টি টেবিল, আহ্! মন কতোটা দার্ঢ্য
সামনে উদাস ফেরার রাস্তা, বৃষ্টি শেষের গাড়ি
আঁচলের নীলে পলাতক চাঁদ, শ্যাওলা রঙের বাড়ি