• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৭১ | জুন ২০১৮ | কবিতা
    Share
  • তিনটি কবিতা : সুদীপ্ত বিশ্বাস



    || জীবন মানে ||

    জীবন মানে দখিন হাওয়া অল্প কিছু পাওয়া
    জীবন মানে হিমেল বাতাস অনেক হারিয়ে যাওয়া।
    জীবন মানে তরাই-ডুয়ার্স, ভাটিয়ালির গান
    জীবন মানে কান্না-হাসি, অল্প অভিমান।
    জীবন মানে দূর পাহাড়ের মাঝ রাতের আলো
    জীবন মানে কালো মেঘে বিদ্যুৎ চমকাল।
    জীবন মানে প্রজাপতি লাল ফুলটার পাশে
    জীবন মানে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে আসে।
    জীবন মানে এই ফুল তুই কার খুশিতে ফুটিস?
    থ্রিজির যুগে জীবন মানে ইঁদুর দৌড়ে ছুটিস...
    জীবন মানে একটু আলো একটু বেঁচে থাকা
    জীবন মানে আকাশ জুড়ে রামধনুটা আঁকা
    জীবন মানে পাগল বাউল যায় না তাকে বোঝা
    জীবন মানে ভালবাসা, মিথ্যে মানে খোঁজা …


    || বাঁচা ||

    সকাল বিকাল ব্যস্ত হয়ে ঘুরছি যে ভাই খোশ মেজাজে
    তোমরা যারা হিসেব কষ নোংরা তারা ভীষণ বাজে।
    আমি তো বেশ পাহাড় চড়ি, ঝর্ণা দেখি প্রতিদিনই
    তোমরা শুধু ভ্যানতারা গাও- ‘রক্তে চিনি, রক্তে চিনি।’
    আমি তো রোজ মেঘের পাশে চাঁদ খুলে দিই রাত দুপুরে
    আকাশ তখন নাচতে থাকে তারার আলোয় আদিম সুরে।
    আবার যখন ভর দুপুরে ঝাপুর-ঝুপুর বৃষ্টি নামে
    তোমরা তবু হিসেব কষ, শেয়ার কেন অল্প দামে।
    আমি তখন ছাদের পাশে লুকিয়ে দেখি গোলাপ কুঁড়ি
    কিংবা হঠাৎ লাটাই নিয়ে মনের সুখে উড়াই ঘুড়ি।
    বনের পাশে ঘরটি আমার ঘর মানে তো খেলনাবাটি
    আসল কথা গুরুই জানে--‘মাটি টাকা, টাকা মাটি।’
    বেঁচে আছি মনের সুখে বাঁচতে আমার ইচ্ছে আরও
    তোমরাও ভাই ইচ্ছে হলেই এমন বাঁচা বাঁচতে পারো।


    || আহ্বান ||

    কত কথা বলাই হল না
    বলা বড় দরকার ছিল
    মুছে গেল কত স্মৃতিলেখা
    মিলে গেল কিছু গোঁজামিলও।

    আয় দিন যায় দিন করে
    কেটে গেল বেশিটা জীবন
    কত কিছু হতেও পারত,
    ভাবলেই ভারী হয় মন।

    মাঝ রাতে কেঁদে উঠি একা
    কি করে যে কান্না থামাই
    মন খুলে দেখাবার পরও
    ভালবাসা বোঝেনি আমায়।

    ভালবাসা পুড়িয়ে মেরেছে
    ভেসে গেছে মাঝ দরিয়ায়
    জ্বলে পুড়ে খাক হয়ে শেষে
    মন তবু ভালবাসা চায়!

    কিছু নেই তবু বেঁচে আছি
    আমি আছি, আছে গৃহকোণ
    এস তুমি কিছু দুঃখ দাও
    ভালবেসে ডাকছি যখন।



    অলংকরণ (Artwork) : অলংকরণ - সঞ্চারী মুখার্জী
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)