• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৭০ | মার্চ ২০১৮ | কবিতা
    Share
  • শূন্য হাতে ফিরি : মায়া সেনগুপ্ত


    যেতে যেতে চেয়েছিলে দেখতে
    কোথায় দাঁড়িয়ে আছি,
    যাবার আগে এটাই তো
    মুখোমুখি শেষ দেখা।

    তুমি যাচ্ছো আলো থেকে ঘন অন্ধকারে
    বিকেলের শেষ রোদ মিলিয়ে গেলো গাছের মাথায়,
    মস্ত একটা তোরণ, তার ভেতর
    দিয়ে তোমার যাবার পথ।

    আমি শূন্য হাতে, শূন্য দৃষ্টিতে চলেছি,
    বুকের মধ্যে থমকে আছে বোবা কান্না
    কয়েকটা কাক উড়ে গেলো, কুকুরগুলো ডাকছে একটানা
    শীত রাতের হিমে আমি চলেছি গভীর এক শূন্যতায়।


    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)