• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৬৯ | ডিসেম্বর ২০১৭ | কবিতা
    Share
  • গোপনীয়তার অধিকার : সন্দীপ মিত্র


    গোপন কুলুঙ্গিতে লালসার দস্তানা মোড়া স্পর্ধিত থাবা,
    ভগ্নপ্রাসাদের সমস্ত ঘুলঘুলিতে তেজস্ক্রিয় রশ্মির
    এফোঁড় ওফোঁড় তল্লাশি-প্রক্রিয়া উলঙ্গ উদোম করে
    দিচ্ছে বেঁচে থাকার নিজস্ব পরিসর। ক্যামেরার লোভী
    চোখ চেটে খায় ট্রায়াল-রুম থেকে স্নানঘর, মৃদু-আলো
    বেডরুম কি ছাড় পাবে? গিলে খাও বিশ্বায়িত দূরবীন,
    যা কিছু পর্দানশীন, যা কিছু একান্ত আপন, বেঁচে থাকার রসদ।

    বেঁধে ফেলাই তো একমাত্র শুভবিবাহ আজ, মালাবদল হবে
    সর্বগ্রাসী হাঙরের সঙ্গে, যার টুপিতে আজ অগুন্তি পালক;
    যে, সোজা আঙুলে না পারলে, বাঁকায় অনায়াস দক্ষতায়,
    তুলে নিতে জানে হোমযজ্ঞের মোহ-গন্ধ-ময় ভোগবাদী ঘি।
    হনুমানের রামভক্তির মতো সমর্পিতপ্রাণ হয়ে ওঠো, হয়ে ওঠো
    ডিজিটাল লেনদেনের সুচতুর কারিগর, মহারাজ তুষ্ট হবেন।

    লুকোনো যাবেনা প্রেমিকার চিঠি, দোলমন্দিরের পিছনে নিভৃত
    চুম্বন, ব্যাঙ্ক-ব্যালেন্স, পরকীয়া-প্রেম, নীল ছবি।
    প্রতিনিয়ত ধর্ষিত হতে হতে, গোপনীয়তার অধিকার,
    যৌনকর্মীর বারোভাতারি স্তনের মতো নিরাপত্তাবিহীন।




    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments