• Parabaas
  Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
 • পরবাস | সংখ্যা ৬৯ | ডিসেম্বর ২০১৭ | কবিতা
  Share
 • গোধূলির ডাকপিওন : সুবীর বোস


  গোধূলির ডাকপিওন - ২২

  আঁচলে হলুদ ছোপ তুমি স্নানঘরে —
  যেন পুঁথিবদ্ধ ছায়া ও নির্মাণ বৃষ্টি মাখছে সাবেকি আদলে
  যেন পুরোনো চড়ুইভাতি — দোল খাচ্ছে — ছবি আঁকছে
  জ্যামিতির ঝুমকোলতায়
  মনে হয় - বড় ভালো আছি এই মৌন সাঁতারে!

  তাই আমার নির্জন কব্জি জেগে উঠছে দু-মুঠো খামখেয়ালিপনার সাঁকো বেয়ে —
  আমার মুখস্থ না হওয়া সমস্ত কবিতায় ফিরে ফিরে আসছ তুমি
  আঁচলে হলুদ ছোপ তুমি ... অস্পষ্ট আদলে...
  জিরাফের গলা বরাবর।

  গোধূলির ডাকপিওন - ২৩

  ছাইদানে জমে আছে মৃত উত্তাপের সুখ
  ঠোঁট থেকে ঠোঁটে যে ঘুঘুর ফাঁদ আঁকা ছিল সফেদ তুলিতে
  তার খুনসুটিটুকু যেন পড়ে আছে এখনও আবেগে!
  আমি স্নান ভাবি —
  ভাবি এ দুপুর, ও দুপুর শীতে ও উত্তাপে
  আর দেখি, যখন প্রান্তিক হয় অলস সোহাগ
  কীভাবে অচেনা মেঘ জলের দোকান খুলে সিঁড়িতে দাঁড়ায়
  আহা, নিছক বৃষ্টির মতো - তুমিও নরম — কেমন উপুড় - পড়ে আছ
  নিংড়ানো সফেদে!
  মনে হয় নিজেকেই বলি —
  “তুমি পাসওয়ার্ড এভাবে বদলে ফেল হে শহিদ মিনার
  যাতে মনে হয় ছাই থেকে দান —
  সবই নতুন — যদি জমা থাকে পুরোনো বোতলে।”  অলংকরণ (Artwork) : অলংকরণ - অনন্যা দাশ
 • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
 • মন্তব্য জমা দিন / Make a comment
 • (?)