'পরবাস'-এ যাঁরা লিখেছেন বা লেখেন তাঁদের ও সম্প্রতি প্রকাশিত কিছু বই অ অন্যান্য প্রকাশনার খবর। (যে-সব বইতে পরবাস-এ প্রকাশিত লেখা সংকলিত হয়েছে সেগুলিকে তারকাখচিত করা হ'লো।) আনন্দের খবর হল পরবাসে বা একই সময়ে লেখকজীবনের যাত্রা শুরু করে অনেকেই এখন বাংলা 'শারদীয়া পত্রিকা'র ধারার প্রধান লেখক হয়ে উঠেছেন ও উঠছেন। নিচে এরকম কিছু প্রকাশনার এবং অন্যান্য খবর দেয়া হলঃ
— অনন্যা দাশঃ কিশোরভারতী, শুকতারা, সন্দেশ এবং অন্তত আরো ২৫-টি পত্রিকায়, বেশিরভাগই শিশু-কিশোরদের জন্যে।
কৌশিক সেনঃ 'শারদীয়া পত্রিকা', 'শারদীয়া আনন্দবাজার'
দেবজ্যোতি ভট্টাচার্যঃ (শারদীয়া) শুকতারা, সন্দেশ, চির সবুজ লেখা
রাহুল মজুমদার: (শারদীয়া) সন্দেশ
সুমিতা চক্রবর্তীঃ একুশ শতক, অনুষ্টুপ, কবি সম্মেলন
এই বিভাগে পরবাস-এর লেখক ও লেখা সম্পর্কিত ঘটনার বিবরণ থাকবে। উপযুক্ত তথ্য মাঝে মাঝেই যোগ করা হবে।