• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৬৮ | সেপ্টেম্বর ২০১৭ | কবিতা
    Share
  • দু'টি কবিতা : কৌশিক ভট্টাচার্য


    অর্জুন-কে উলূপী

    সব্যসাচী এই দু’হাতে
    যাও গভীরে, মুক্তো পাবে।
    জল ডাকে ঐ -- যুদ্ধনেশা,
    ভয় তবুও ডুব-সাঁতারে?

    ডাকছে শোনো জল গভীরে
    যুদ্ধনেশা, ফুঁসছে রাগে
    সব্যসাচী এই দু’হাতে
    ভয় তবুও? থমকে যাবে?

    আজ যেন এ বন্যাজলে
    বন্য হয়ে শপথ ভাঙে।
    সব্যসাচী এই দু’হাতে
    যাও গভীরে, মুক্তো পাবে।

    সব্যসাচী এই দু’হাতে
    জল জানো কি আগুন জ্বালে?

    জল জানো কি আগুন জ্বালে?



    “অশ্বত্থামা হত”

    আমার যা কিছু যুদ্ধ ব্যর্থ সব, মিশে গেছে মোহানাতে মহামৃত্যুধ্যানে
    কাছে এসো, ধৃষ্টদ্যুম্ন, কাছে এসো,
                 মৃত্যুবেশে বন্ধু হও আজ!




    অলংকরণ (Artwork) : অলংকরণ - অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments