• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৬৮ | সেপ্টেম্বর ২০১৭ | কবিতা
    Share
  • প্রত্ন : যশোধরা রায়চৌধুরী


    প্রত্নতত্ত্বীয় সন্ধ্যা। আকুল গন্ধের
    রীতি ও রেওয়াজ ভুলছি। শ্রী চারুচন্দ্রের
    সহায় নিয়েছি বলে ক্ষয় নেই কোনও
    দাপ নেই চাপ নেই প্রিয় সেলফোনও
    সেলোফেনে মুড়ে রাখা ফুলের মতন

    জানালায় টোকা দিচ্ছে ঝড়ের মাতন।

    আহা ঝড়! আহা জ্বর! বেদনামুরলী
    জড়িয়ে জাপটিয়ে নিচ্ছে এই গেরস্তালি
    এ মুহূর্তে তাকে দিচ্ছে আড়াল, আধার
    প্রহরে প্রহরে দিচ্ছে বেদনাপ্রহার

    সব ঘরে আলো জ্বেলে রয়েছি কেবলি
    ভাবনা কাহারে বলে, একাকিত্বথলি
    এখন ভরিয়ে তুলছি বহুকলস্বরে —
    কে করে যত্ন, সে জানি, আছে প্রত্নস্তরে
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments