• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৬৮ | সেপ্টেম্বর ২০১৭ | সম্পাদকীয়/সমীপেষু
    Share
  • সম্পাদকীয় :

    প্রথমেই আপনাদের আমার নিজের ও পরবাসের সকলের পক্ষ থেকে শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।

    ৬৮-তম সংখ্যা দিয়ে পরবাস একুশে পা রাখল। এই দু'দশকে পৃথিবীর নানা জায়গার 'পরবাসী'দের সঙ্গে প্রধানত ই-মেল মাধ্যমে যোগাযোগ ক্রমশ ঘনিষ্ঠ হয়েছে। কেউ কোনো প্রাকৃতিক বা অন্য দুর্যোগের সম্মুখীন হলে সেটা টের পাওয়া যায়। সাম্প্রতিক ঘূর্ণিঝড়, বৃষ্টি ও বন্যার প্রকোপে বর্তমানে পুয়ের্টো রিকোতে, এবং তার কিছুদিন আগেই, ফ্লোরিডা, টেক্সাসের দক্ষিণ-পূর্ব অঞ্চলে, মুম্বই ও উপমহাদেশের নানা জায়গায় অনেকেই বিপর্যস্ত হয়েছেন। আশা করি সবাই শারীরিকভাবে সুস্থ ও নিরাপদে আছেন। পরবাসের পক্ষ থেকে আমরা উদ্বিগ্ন রইলাম। কুশল জানতে পারলে খুশি হব।

    পরবাস-১ থেকে পরবাস-২৬ অবধি পরবাসে বাংলা লেখার ব্যবহৃত প্রযুক্তি ছিল 'ছবি' (gif)। সাতাশ থেকে সাতচল্লিশ-তম সংখ্যা অবধি আমরা ব্যবহার করেছিলাম 'পরবাস-অক্ষর' ও itxbeng ফন্ট। আর পরবাস-৪৮ থেকে আমরা ইউনিকোড ফন্ট ব্যবহার করছি। মাঝের ২১-টি সংখ্যা কিন্তু সহজে মুঠোফোন বা ট্যাবলেট জাতীয় যন্ত্রে ঠিকমত দেখা যাচ্ছিল না। এবারে তার একটা বিহিত করা গেছে বলে আশা করছি। নিশ্চয়ই কোনো কোনো লেখা ঠিকমত মেরামত করা হয়নি, বা অন্য ভুল থেকে গেছে। দয়া করে আমাদের তার হদিশ দেবেন, আমরা যত তাড়াতাড়ি সম্ভব ঠিক করে দেব। যাঁরা এতদিন এই সংখ্যাগুলো পড়তে পারেননি, তাঁরা আশা করি পুরনো পরবাসের লেখাগুলি পড়ে আনন্দ পাবেন।

    উপেন্দ্রকিশোরের 'টুনটুনির বই'-এর অনেক গল্পই দ্বিজ, পুনর্কথন। আদিতে সেই গল্পগুলি ঠিক কেমন ছিল সহজে জানা যাবে না, গবেষণার কথা বাদ দিলে তার জন্যে ক্ষতিও নেই বিশেষ। পুনর্জন্মই এই ধরনের গল্পের ভবিতব্য ছিল, ও থাকবে। এই কথাগুলির অবতারণা এবারের 'ছোটদের পরবাস'-এ ছন্দা চট্টোপাধ্যায় বিউট্রার গল্পের সূত্রে। আপনাদের কেমন লাগল জানাবেন।

    অন্য বছরের মতো এবারেও কিছু বস্ত্র-বিতরণ করা হয়েছে সহযোগী পাঠকদের আনুকূল্যে। আপনাদের সবাইকে, এবং বিশেষ করে রাজীব চক্রবর্তী ও তাঁর বন্ধুদের ধন্যবাদ সব ব্যবস্থা করার জন্যে।

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments