• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৬৭ | জুন ২০১৭ | কবিতা
    Share
  • দুঃখের কথা : অরণি বসু


    খরার কাছে আমি নিজের দুঃখের কথা কিছুই বলি না,
    খরা কাঁদলেই সব জানাজানি হয়ে যায়।
    হাওয়ায়-হাওয়ায়, ডালে ও পালায়
    ভেসে বেড়ায় কথা,
    যার কিছুটা সত্যি, অনেকটাই বানানো।

    আমি বা একা একা কত কষ্ট চেপে রাখি!

    জলের কাছে উজাড় করে দিই নিজেকে।
    জল চুপ করে শোনে,
    আমার অপমান হয় পাছে বাইরে বলে না কিছু
    আমার যত কান্না যত্ন করে তুলে রাখে
    নিজের গভীরে।


    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)