• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৬৭ | জুন ২০১৭ | কবিতা
    Share
  • স্তব্ধ : রুবাইয়া জেসমিন



    কি অদ্ভুত এক স্তব্ধতা
    ফিনকি কেটে রক্ত ঝরছে,
    আকাশের বুক চিরে অগ্নিগৃহ দেখা যাচ্ছে
    পাখিরা সব আর্তনাদ করছে,
    বুকের বাম অলিন্দের আশেপাশের
    মাংসগুলো খুবলে পড়ছে,
    রাজপথে কিশোরীটি ছেঁড়া কাগজ দিয়ে
    বক্ষ ঢাকবার চেষ্টায় অবিরত
    সাঁকোটা ধপাস করে ভেঙে পড়লো
    চোখের সামনে
    তবুও তুমি নীরব
    কি এক অদ্ভুত স্তব্ধতা!!



    অলংকরণ (Artwork) : অলংকরণঃ সঞ্চারী মুখার্জি
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)