• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৬৬ | মার্চ ২০১৭ | ছোটদের পরবাস | কবিতা
    Share
  • প্রাণের ভাষা : কৃষ্ণা বসু


    ভাষাভিত্তিক জাতিসত্ত্বা, ভাষা সংস্কৃতি
    বাংলাভাষা বাঙালিকে করেছে আজ কৃতি!
    বাংলা আমার, বাংলা তোমার, বাংলা প্রাণের প্রিয়,
    বাংলা ভাষার খুব অভিঘাত, প্রণামখানি নিও!
    ভাষার জন্য প্রাণ দিয়েছেন শহীদ সত্ত্বা গুলি,
    বাংলা ভাষার জয় পতাকা চিত্তে ধরি তুলি।
    লক্ষ হাজার ভাষা আছে বিশ্ব জুড়ে যেন,
    মাতৃভাষা দিবস দিল বাংলাভাষাই, শোনো!
    মধুরতম ভাষা বলেই মান্যতা দেয় বিশ্ব
    বাঙালি আজ বিশ্ব সেরা, বাঙালি নয় নিঃস্ব!
    ফেব্রুয়ারীর একুশ তারিখ প্রাণের মধ্যে রেখো
    বাঙালি বলেই গর্বিত হও বাঙালি হয়েই থেকো।
    বিশ্ব সংস্কৃতির থেকে বাঙালি নয় ভিন্ন,
    বাঙলা ভাষা প্রাণের মধ্যে বাঙলা ভাষার চিহ্ন
    প্রাণের মধ্যে ধরে রেখো, ভাষা সবার প্রাণ
    বাংলা ভাষার জন্য আমার প্রাণ করে আনচান!


    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments