• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৬৬ | মার্চ ২০১৭ | কবিতা
    Share
  • খ্যাতি : কালীকৃষ্ণ গুহ


    তুমি খ্যাতি চেয়েছ।
    চুপ করে শুনেছি তোমার কথা।
    বলিনি, 'খ্যাতি' একটি অশ্লীল শব্দ।

    পিছনে-ফেলে-আসা
    ঝাউ-ইউক্যালিপটাস্‌-ছাতিম-দেবদারুর দুপুরগুলি
    বট - অশথের ছায়ায় ঘেরা বিকেলগুলি
    বজ্রপাত - ঘটে-যাওয়া সন্ধ্যাগুলি
    বাউলফকিরের আকাশে-মিলিয়ে-যাওয়া রাত্রিগুলি
    দেখতে পাওনি তুমি।

    আজ সমাজবিরোধীদের উত্থানের দিনে
    মাথা নিচু করে থাকতে হয়।

    সমাজবিরোধীরা সবাই খ্যাতিমান।


    অলংকরণ (Artwork) : অলংকরণ - অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)