• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৬৬ | মার্চ ২০১৭ | কবিতা
    Share
  • কে চলে গেলো : মায়া সেনগুপ্ত


    শীত। গভীর অন্ধকার রাত।
    বাতাসে ফিসফিস, কেউ কি চলে যাচ্ছে?
    কে চলে যাবে? কেন যাবে?
    একবার বলেও যাবে না?

    ভালোবাসার জগৎ থেকে
    আনন্দের দিন যাপন ফেলে
    ভালোলাগার গবেষণা ছেড়ে
    কেন ছুটি নেবে সে? সে কি জানে না,
    চলে যাওয়া মেধার সমাপ্তি, কাজের অন্ত?

    ঘাসফুল থেকে কালপুরুষ পর্যন্ত
    অখণ্ড মনোযোগ যার,
    ভালোবাসার ঘর ভেঙে সে কেন
    এমনি করে চলে যাবে?

    সত্যি কি কেউ চলে গেলো? কোথায় গেলো?
    শীতের মধ্যরাত্রে হাওয়া দিচ্ছিলো জোরে জোরে,
    কুকুরগুলো করুণস্বরে ডেকে চলেছে একটানা, শীত করছে,
    ভয় গ্রাস করছে চারদিক থেকে। দমবন্ধ হয়ে আসছে, বোবা কান্না
    বুকে ঝুপসি অন্ধকারে ভয়ার্ত, অসহায় মুখ কয়েকটা। গাছের
    শুকনোপাতা ঝরছে অবিরাম। সে কি কারও চলে যাবার শব্দ?

    ক্যালিডোস্কোপে এখনো অনেক ডিজাইন বাকি রয়ে গেলো যে!!


    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments