• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৬৬ | মার্চ ২০১৭ | কবিতা
    Share
  • মুহূর্ত : সিক্তা দাস


    মুহূর্ত - ১

    একটু একটু করে ওম জমছে
    যেমন বিন্দু বিন্দু ঘাম জমে
    আর রোদের আলোয় অল্প চিকিয়ে ওঠে।
    একটু একটু করে ওম জমছে,
    যেমন শুকনো ঘাসের শরীরেও শিশিরবিন্দু...
    আর তবুও তাদের জড়াজড়ি আর ঢলাঢলি
    একটু একটু করে ওম জমছে,
    ওম জমছে...ওম জমছে..
    আর পরতে পরতে মিশে যাচ্ছে আশ্বাস।
    তবু ভয় ঘিরে ধরে,
    একদিন জমতে থাকা ওম,
    ... বরফ-পাহাড় হবে না তো!
    অথবা পৌঁছে দেবে কোনো কুয়াশায়?
    কিংবা কোনো অশীতিপর বৃদ্ধের মত
    স্থানু হয়ে যাবে না তো পথের পাশে...!!

    তবু আমি প্রতিটি ওমকে আরো যত্নে ওম দিয়ে পুষি...




    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)