• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৬৫ | ডিসেম্বর ২০১৬ | কবিতা
    Share
  • বন্দিনীদের গান : কৃষ্ণা বসু


    স্বপ্ন ছিল উচ্চশির স্বাধীন নারী হবার,
    তার বদলে আনত শির সেবা করেছি সবার!
    মাথাটি নীচু, স্বরটি চাপা, নম্রধীর নারী,
    মন রেখেছি সবার, আমি মন রাখতে পারি।
    পরের পরিচয়ে আমায় বাঁচতে হয়, তাই—
    পরাধীনের মতো আমি পরের অন্ন খাই।
    দুহাতে বেড়ি, পায়েও বেড়ি, বেরিয়ে যাওয়া মানা,
    রান্না থেকে আঁতুড়ঘর কেবল আমার জানা।
    বৃষ্টি পড়ছে আকাশ থেকে, বৃষ্টি পড়ছে জোর
    নিজের মধ্যে অন্ধকার, পরাধীনার ঘোর!
    এই বাঁধনটি ছিঁড়তে চেয়ে আকাশতক উড়ি,
    বাইরে জ্বালা, ভিতরে জ্বালা, আগুন নিয়ে পুড়ি!


    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments