• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৬৫ | ডিসেম্বর ২০১৬ | কবিতা
    Share
  • অনুকম্পাবিহীন : সন্দীপ মিত্র


    তছনছ বেড়াজাল যত
    নিষ্প্রভ দ্বিপ্রহর
    হেরে যাওয়া নিঃসঙ্গ পুরুষ
    কতদূর যাবে বিক্ষত শরীর নিয়ে

    বালিয়াড়ি জুড়ে শুধু তোমার পদচিহ্ন
    আমার প্রিয় দুঃসাহস
    আর কত পথ নিয়ে যাবে আমাকে?
    নদীপারে পুলিশের বেড়াজাল
    এদিকে নির্বাসনে আমি
    দুঃসহ অতীত নিয়ে
    আয়নায় চকিত বিস্ময়ে
    কেন বারবার আসো?
    তোমাকে ভুলে যেতে যেতে
    আবার নিস্তরঙ্গ জলের ওপর
    চাঁদের চাবুক
    স্মৃতিকে সচকিত করে।

    অদৃশ্য হও, হালকা পালকের মতো
    ভেসে যাও অনুকম্পাবিহীন।


    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)