• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৬৪ | সেপ্টেম্বর ২০১৬ | কবিতা
    Share
  • অভিমান : বিশ্বজিৎ মণ্ডল


    অধ্যয়নে ছিল যাবতীয় ভুল---
    তাড়িত সন্ন্যাস কখনও হয়ে ওঠেনি
                                        পঞ্চবটী ধাম

    কেবল নেচে গেছি, প্রাচীন ময়ূরের মতো,
    পারলৌকিক বার্তায় আজ কেউ
    ঈশ্বরের নাম ধরে ডাকতেই, বেজে ওঠে
                                    অপ্রয়োজনীয় হুলুস্থূল

    এই তো দ্যাখো, নামাবলী শব্দ ভুলে
    প্রাচীন পৃষ্ঠায় লিখে ফেলি, দুরাত্মার নাম...




    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)