• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৬৩ | জুন ২০১৬ | কবিতা
    Share
  • তিনটি কবিতা : মাধুরী রায়


    বড় শীত করে

    বড় শীত করে
    কম্বলে ঢেকো না বন্ধু
    জ্বেলো না আগুন
    শুধু ভালোবেসে
    কাছে থাকো কিছুক্ষণ।

    জীবনের পাতা ঝরে গেলে

    সাদার্ন এভেনিউ-এ যেতে যেতে
    চোখে পড়ল কৃষ্ণচূড়া গাছগুলোর ওপর
    ফুলহীন, পাতাহীন দাঁড়িয়ে আছে তারা।

    বসন্তের আগমনে পাতায় সাজবে
    ফুল ধরবে
    পথিকের দৃষ্টি নন্দিত হবে

    জীবনের পাতা ঝরে গেলে
    থাকবে না ফুল ফোটার সম্ভাবনা
    অসুন্দর জীবনটি
    লাগবে না আর কোন কাজে।

    ফেলে আসা দিন

    তোমার সাথে দেখা হোল
    প্রায় পঞ্চাশ বছর পরে।
    তোমার মাথা-ভরা টাক
    আমার হাই পাওয়ারের চশমা
    চেনার কথা তো নয়।
    সংসারের চাপে কখন চুরি হয়ে গেছে
    ভালোলাগা আর ভালবাসার স্বাদ
    মনেই পড়ে না।

    হঠাৎ তুমি হাসলে
    আমার দিকে চেয়ে
    পুরোনো দিনগুলো ফিরে এলো
    হাজার বেল আর জুঁইয়ের গন্ধ মেখে।



    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments