• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৬৩ | জুন ২০১৬ | কবিতা
    Share
  • উচ্চাবচ : পার্থ চৌধুরী


    পাব না পথ পাব না উচ্চাবচ
    এ নিয়েই দুর্ভাবনা উচ্চাবচ

    আলোতে খেই যেহেতু লুপ্ত হল
    আঁধারে হাতড়াব না উচ্চাবচ

    দু-ঘা দি' হয় নতুবা পালিয়ে বাঁচি
    নিরুপায় মার খাব না উচ্চাবচ

    যে পথে লোভ সহসা সঙ্গী হবে
    সে পথে আর যাব না উচ্চাবচ

    সময়ে সু-সঙ্গতে মন না দিলে
    অসহায় সুর ভাবনা উচ্চাবচ

    যদিও গল্প তরল গর্ভে থাকে
    তবু তার সম্ভাবনা উচ্চাবচ


    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)