• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৬৩ | জুন ২০১৬ | কবিতা
    Share
  • পণ্যের অধিকার থাকা চাই : সুমিত নাগ


    কতটা মূল্যে বিক্রি করছ আমায়?
    তিরিশ রুপোর মুদ্রার কম নিও না।
    এছাড়াও চুল কেটে নিতে পারো আমার
    সেটাও এমন কিছু কম রমণীয় না।

    বিক্রি করলে শ্রেষ্ঠ মূল্যে বেচো
    পণ্যের কিছু সম্মান থাকা চাই--
    এটা ঠিক করে দেয়নি কি সভ্যতা
    শিকারের মানবাধিকার রাখা চাই?

    এই যে     আমার মাংস, তোমার প্লেটের রুটি
    এই যে     আমার রক্ত, তোমার গ্লাসের ওয়াইন
    কীভাবে     কাকে ভাগ করে দিতে হবে তার কথা
    বলতে     মনু লিখেছেন--যা আইন!

    পাদটীকাখানি লিখেছেন জন ব্যাপটিস্ট
    সংশোধনীও জুড়েছেন মার্ক্স--অফ লেট,
    বহুদিন থেকে ঠিক করা আছে সেইমতো
    কে খাবে, কে এনে দেবে, কে সরাবে কার প্লেট!



    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)