• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৬২ | মার্চ ২০১৬ | কবিতা
    Share
  • জোড়াবটগাছতলা : কালীকৃষ্ণ গুহ


    ঘুরে ঘুরে এই গ্রামে
    ফিরে আসি একদিন
    ঘুরে ফিরে শালবন—
    অবেলায় শুনি গান।

    গান ওঠে নৈঋতে
    ওঠে ধ্বনি চিৎকার
    এখনি অন্ধ (তুমি)
    বন্ধ করো না পাখা।

    সূর্য অস্ত গেলে
    কিছুই থাকে না বলার
    চুপ করে শুনি ধ্বনি
    জোড়াবটগাছতলায়।

    রাত্রি দ্বিপ্রহরে
    জাগে তমসার সুর
    মাথা পেতে শুনি শেষে
    নিঃশেষ গান্ধার।


    অলংকরণ (Artwork) : অলংকরণ - অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments