• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৬১ | ডিসেম্বর ২০১৫ | কবিতা
    Share
  • দু'টি কবিতা : সিক্তা দাস


    নির্মাণ

    কতবার বলে গেছ - 'আসবই'
    কতবার বলে গেছ, 'দেখা হবে'
    কতবার এমন তো ... আস নি
    বলা-কওয়া রয়ে গেছে আজীবন।
    এখনো অপেক্ষাতে কথা বলা,
    এখনও 'অবশেষ' আছে বাকি।
    জমে আছে উত্তাল ঘর-বার,
    মেঠোপথে ঘাস-পাতা ঝঙ্কার।
    আজো বাজে ভৈরবী সেতারে,
    ভিজে মাটি বোঝাপড়া বুঝে নেয়,
    এ যাবৎ সবকিছু বেসামাল,
    বেগতিক নিয়মেই চলাচল।
    আর নয়, আর নয় বেসামাল--
    ভাঙা পাল ডুবতরী ভেসে যাক,
    মেঘ কেটে শুরু হোক নির্মাণ,
    জীবনের প্রতিলিপি লেখা হোক।


    ইচ্ছে

    নিঃস্ব হতে কোনো দ্বিধা নেই আমার
    আমি শেষ হতে চাই অক্লেশ
    যে কথা তুলে রেখেছি জ্ঞাতে অজ্ঞাতে
    দিয়ে যেতে চাই তাও।
    গ্রন্থাবলীর আনাচ কানাচ
    খুঁজে চলেছি অনিবার ...
    বৈভব সম্পদ দুঃখ মান ক্লেদ ছিল যা,
    বিলিয়ে ছড়িয়ে দিতে চাই না আর,
    আমার জঠর-প্রসূত সব
    শীত বসন্ত বর্ষা হেমন্ত একাকার করে
    ছুঁতে চায় আকাশ ... নদী ... বনান্তর
    এসো আমায় আলিঙ্গন করো শূন্যতা
    আমি উড়তে উড়তে উড়তে,
    মহাশূন্যতায় পৌঁছে যাব ঠিক,
    শুধু ইচ্ছেটুকু রেখে যেতে চাই
    শুধু দাগ রেখে যেতে চাই,
    আমার সর্বস্বান্ততা খুঁড়ে খুঁড়ে যে জল,
    অতটুকুই আমার থাক ...
    দিলাম মুঠো খুলে, নাও উজাড় করে –
    এসো নিঃস্বতা, হাত ধরি।


    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments