• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৬০ | আগস্ট ২০১৫ | চিঠি
    Share
  • চিঠিপত্র :

    Click below to read comments on other sections:

    Translation Section
    Rabindranath section
    Buddhadeva Bose section
    Satyajit section
    Shakti section
    Jibanananda section

    অনন্যা দাশের গল্প মগজাস্ত্র

    না, আমেরিকায় গিয়ে সব্বাই ডাকাত ধরে না। কিন্তু দীপ্তর যাপন আর অভিজ্ঞতার সাথে মিলে যায় অনেকেরই যাপন আর অভিজ্ঞতা। তাই গল্পকার অনন্যা দাশকে অসংখ্য ধন্যবাদ সাধারণের যাপন ও অভিজ্ঞতাকে এমন একটা গতিময় গল্পপাঠে একাত্ম করে দেওয়ার জন্য।

    সংহিতা (২৫ অগস্ট ২০১৫; tupur0...@gmai...)


    নবারুণ ভট্টাচার্যের উপর কুন্তল ঘোষের স্মৃতিচারণা শেষ অধ্যায়

    কবি সাহিত্যিকদের তো আমরা তাঁদের লেখার মধ্যে দিয়েই চিনি। ব্যক্তি-মানুষ সম্বন্ধে কোনো ধারণা পাওয়া যায় না। 'শেষ অধ্যায়' লেখাটি মানুষ নবারুণ, ব্যক্তি নবারুণকে চিনতে সাহায্য করলো। এর জন্য লেখক ডঃ কুন্তল ঘোষকে ধন্যবাদ জানাই।

    অমিতাভ বিশ্বাস (১৮ অগস্ট ২০১৫; abiswa4...@ymai...)


    অত্যন্ত মূল্যবান একটি লেখা। নবারুণদার সাথে যারা পরিচিত বা শুধুই লেখার সূত্রে আলাপ, এমন সব ব্যক্তিকেই শেষ কদিনের এই ডায়েরি-কথন ভারাক্রান্ত করবে, সন্দেহ নেই। ডঃ কুন্তল ঘোষ অত্যন্ত যত্নসহকারে এই কাজটি করেছেন। সুলেখক ডাক্তার - এরকম কয়েকজনকে আমরা আগেও পেয়েছি, ডঃ ঘোষ সেখানে নিজের নাম যুক্ত করলেন।

    তাঁকে ধন্যবাদ। ধন্যবাদ 'পরবাস' ওয়েবজিনের সম্পাদককেও, কর্মব্যস্ত একজনের কাছ থেকে এরকম একটা দলিল লিখিয়ে নেবার জন্যে।

    প্রত্যূষ বন্দ্যোপাধ্যায় (২১ অগস্ট ২০১৫; banerjee.pra...@gmai...)


    রঞ্জন ভট্টাচার্যের গল্প শুনে পুণ্যবান

    অপূর্ব বাঁধন রঞ্জন ভট্টাচার্যের লেখাটার মধ্যে। এমন একটা সাবলীল গল্প বলার ঢং যে এক নিঃশ্বাসে পড়ে যেতে হয়, থামবার জো নেই। ছত্রে ছত্রে পুরনো দিনের ছবিগুলো চোখের সামনে ভেসে ওঠে। এই লেখকের আরও লেখা যেন আগামী দিনে পত্রিকাতে পাই, এই আশা করি।

    জয়ন্ত চট্টোপাধ্যায় (১৯ অগস্ট ২০১৫; jayant...@gmai...)


    আইভি চট্টোপাধ্যায়ের ধারাবাহিক উপন্যাস অরণ্যকথা

    ঠিক গুছিয়ে হয়ত বলতে পারব না; তবু চেষ্টা করে দেখি!

    আইভি চট্টোপাধ্যায়ের লেখাটা এই গভীর রাতে পড়তে পড়তে ফিরে এলো আমার পঞ্চাশ বছর আগে প্রথম কৈশোরে 'আরণ্যক' পড়বার স্মৃতি! বিভূতিভূষণে আমি তখন সম্পৃক্ত হতে শুরু করেছি; 'আরণ্যক' আমাকে আরও গভীরে ডুবিয়ে নিয়ে গেলো!

    আর তারও কিছু পরে, কলেজ জীবনে ঢুকে চিনলাম অরণ্যের সাহিত্যে বিভূতিভূষণের উত্তরাধিকারী এক তৎকালীন আধুনিক সাহিত্যিক বুদ্ধদেব গুহকে, তাঁর 'কোয়েলের কাছে'তে, 'হলুদ বসন্তে'; আর আজ, দীর্ঘ দিন পরে আবার যেন সেই লিগাসির ধারা ধরে নতুন করে পেলাম আইভিকে; আমি আগেও পড়েছি এই লেখকের লেখা, একবার ধৃষ্টতায় এঁর লেখা একটি উপন্যাসের সমালোচনাও করে ফেলেছিলাম; অপরাধ মার্জনীয়।

    কিন্তু আজ 'অরণ্যকথা'র প্রথম সংখ্যাটুকু পড়ে মনে হলো বুঁদ-হয়ে-যাওয়া ভালো লাগাটাকে ধরে রাখি; পরের কিস্তি পরবাসে ইতোমধ্যে প্রকাশিত, জানি, কিন্তু প্রথম কিস্তির লেখার নেশাটা আরও একটু জমুক; ততদিন জমিয়ে রাখি দ্বিতীয় কিস্তি পড়বার আগ্রহ, উত্তেজনা, অথবা গভীরতর নেশার আকর্ষণ!

    শান্তনু চক্রবর্তী (১৯ অগস্ট ২০১৫; kra...@gmai...)


    অনিন্দ্য বসুর প্রবন্ধ প্রদোষে-ব্যোমকেশে

    দারুণ লেখা। আমিও ফেলুদা ও ব্যোমকেশ-কে ভীষণ ভালোবাসি। লেখাটা পড়ে খুব মজা পেলাম। পড়তে পড়তে ভাবছিলাম, সিধু-জ্যাঠার কথা বলবেন না? তার পরেই দেখি সিধু-জ্যাঠাও এসেছেন। ফেলুদা রাতে অড়হর ডাল দিয়ে রুটি খেতে ভালোবাসে, এটা মিস্‌ হয়ে গেছে!

    ফারহানা আফরোজ (১৮ অগস্ট ২০১৫; farhan...@yah...)


    তাপস মৌলিকের গল্প গানশিকারি সুনীলদা

    "গানের লীলার এই কিনারে, যোগ দিতে কি সবাই পারে?"

    তবু, লেখকের সৌজন্যে গানের ঐশ্বরিক দুনিয়ায় কিছুক্ষণের জন্যে হলেও পদচারণার সৌভাগ্য হল। অসাধারণ!

    ঋজু গাঙ্গুলি (১৫ অগস্ট ২০১৫; riju_c...@yahoo.co...)


    It is simply mind blowing, outstanding.

    Lily Biswas (১৭ অগস্ট ২০১৫; coco_lil...@yaho...)


    "ভারতবর্ষের আসল গান শুনতে হলে তোমাকে বেরিয়ে পড়তে হবে।" এইটেই সার কথা। ভারী চমৎকার গল্প। শেষ কটা লাইন--ভালো, বড়ো ভালো।

    দেবজ্যোতি ভট্টাচার্য (১৭ অগস্ট ২০১৫; debjyoti.bh...@gmai....)


    লেখককে অভিনন্দন।

    বড়ি মোতি বাঈ, রসুলন--এঁরা অনেক দুঃখ পেয়ে গেছেন। হয়তো সেটাই তাঁদের গানে প্রাণ সঞ্চার করেছে। রসুলনও একসময় যে রেডিও-স্টেশনে গান গেয়েছেন, তার সামনে চায়ের দোকান করেছিলেন। গওহর মারা যান স্মলপক্স-এ, মাইসোরে, একদম একলা নিঃস্ব অবস্থায় (রাজসভায় গায়কের চাকরি করতে গিয়েছিলেন)। সে-সব পড়া কাহিনি আবার জীবন্ত মনে হোল লেখকের কলমে।

    অরিন্দম গঙ্গোপাধ্যায় (১৭ অগস্ট ২০১৫; probasi_a...@yahoo.c...)


    শিউলি গুপ্তর গল্প লালগোলা প্যাসেঞ্জার

    ছোটো গল্প হিসেবে ভালো। একজন বাচিক শিল্পী বলে বিভিন্ন অনুষ্ঠানে ছোটো গল্প পাঠ করতে হয়। এই ধরনের গল্প আরো পেলে সুবিধা হয়। অভিনন্দন রইলো।

    স্মৃতিময় ঘোষ (১৫ অগস্ট ২০১৫; ssuka...@gmai...)


    শান্তনু চক্রবর্তীর পুস্তক-সমালোচনা - অন্ধের স্পর্শের মতো

    বলা ও না বলা বাণীর এই যে ধারাভাষ্য, তা এই লেখকের সমালোচনাগুলির মানগত ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখে আপন বিভায় সমুজ্জ্বল। এই পাঠ প্রত্যাশিত আনন্দ দিয়েছে – যদিও এই নিবন্ধে কিছু প্রগাঢ় দার্শনিক ও দিব্য বিভূতির উল্লেখ আমা ন্যায় মূর্খ নিরীশ্বরকে যৎকিঞ্চিৎ বিব্রত করে। বিদগ্ধ এই রচকের পরবর্তী পাঠটির জন্য সাগ্রহ প্রতীক্ষা রইল।

    নিরুপম চক্রবর্তী (১৪ অগস্ট ২০১৫; nchak...@gmai...)


    নীলাশ্রীর ছবির খাতা থেকে

    খুব সুন্দর ছবিগুলো। আমার সব থেকে ভালো লেগেছে প্রথম ছবিটি--প্রজাপতি। আশা করি বড়ো হয়ে আরো ভালো ছবি আঁকবে।

    ছন্দা বিউট্রা (১৪ অগস্ট ২০১৫; bewt...@creight...)


    দেবদত্ত জোয়ারদারের গল্প বাঙালির ভাষা বাঙালির দশা

    জোয়ারদার সাহেবকে প্রণাম জানাচ্ছি -- তাঁর এই বৈদগ্ধ তথা তরবারি সদৃশ লেখনশৈলীকে অন্যভাবে সম্মান জানানোর পন্থা আমার জানা নেই বলে। এই বিষয়বস্তুতে যে একটি গল্প হতে পারে, বা হলেও তা যে এইভাবে লেখা যেতে পারে তা এটি না পড়লে বিশ্বাস করতাম না। জানি না কতজন পড়বেন এই লেখা – যাঁরা পড়বেন না তাঁরা কি জানেন যে তাঁরা কী হারাইতেছেন?

    আর অলঙ্করণে ছন্দা বিউট্রা? এই নূতন আবিষ্কারটি আনন্দের কারণ হইল!

    নিরুপম চক্রবর্তী (১৪ অগস্ট ২০১৫; nchak...@gmai...)


    ভবভূতি ভট্টাচার্যের গ্রন্থ-সমালোচনা

    আপন মনের মাধুরীতে পরবাসকে ভরিয়ে রাখেন ভবভূতি ভট্টাচার্য, তাঁর অনবদ্য আলোচনাগুলি পড়বার জন্য প্রতীক্ষা করে থাকি। কি অসামান্য নিষ্ঠায় গ্রন্থ সংগ্রহ করেন তিনি। এই লেখা না পড়লে কখনও কি জানতে পারতাম:

    “সেখ মনুহরে কহে পঞ্চগলি সরস।
    গাজির নামা পুস্তক হেন মধুরস। ... ”

    কৃতজ্ঞতা জানাই এই লেখককে।

    নিরুপম চক্রবর্তী (১৪ অগস্ট ২০১৫; nchak...@gmai...)


    সুরমা ঘটকের স্মৃতিচারণা তিতাস ও বাংলাদেশ

    খুব ভালো লাগলো।

    তাপস দে (৭ অগস্ট ২০১৫; dey.t...@gmai...)


    সুবীর বোসের গল্প জীবনানন্দিতা

    গতানুগতিকতার থেকে সম্পূর্ণ আলাদা একটা মিষ্টি, সুস্বাদু গল্প পড়লাম। খুব ভাল লাগল।

    পল্লব চ্যাটার্জী (জুলাই ৩০, ২০১৫; chatter...@yahoo.co.i...)


    অদ্ভুত-রকম অপূর্ব। ভাবনার গভীরতায় অসাধারণ। এতো ভালো লেখা পড়ে মন ভরে গেল।

    সিন্থিয়া নাজনীন (এপ্রিল ১৯, ২০১৫; cinthi...@yaho...)


    গৌরী দত্তর গল্প কঙ্কাল

    This is a very good story, the writing style is also great.

    Suman (জুলাই ২৩, ২০১৫; sum...@yahoo.c...)


    সুবোধ কান্তি বড়ুয়ার ভ্রমণকাহিনি ছবির দেশে কবিতার দেশে

    সুনীল গঙ্গোপাধ্যায়ের ভ্রমণ উপন্যাস 'ছবির দেশ কবিতার দেশ'-এর নব্য সংক্ষিপ্ত সংকলন। অসাধারণ লেগেছে তবে লেখাটি আরও দীর্ঘ পরিসর হলে ভালো লাগত।

    মুন্নাফ (জুলাই ২৩, ২০১৫; munna...@gmai...)


    ইন্দ্রাণী মুখোপাধ্যায়-এর কবিতা আবহমান

    খুব সুন্দর হৃদয়স্পর্শী লেখা!

    ড. পার্থ চৌধুরী (জুলাই ১১, ২০১৫; chou...@yahoo....)


    (আগের চিঠিপত্র)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments