• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৬০ | আগস্ট ২০১৫ | গল্প
    Share
  • দু'টি অপ্রকাশিত ছবি :

    ঋত্বিক ঘটক, রামকিঙ্কর বেজ, বেলা বন্দ্যোপাধ্যায় ও ঋত্বিক-পুত্র ঋতবান



    ঋত্বিক, বেলা, রামকিঙ্কর ও তাঁর আঁকা ছবি


    ছবি দু'টি দিয়েছেন দূর্বা বসু, এবং তিনি এ-সম্বন্ধে জানাচ্ছেনঃ "ঋত্বিক ও রামকিঙ্করের সঙ্গে কলকাতার নামকরা নারীবাদী অ্যাক্‌টিভিস্ট বেলা বন্দ্যোপাধ্যায়, ঘটনাচক্রে আমার মা। সময়টা ১৯৭৫/৭৬। ঋত্বিককাকুর একেবারে শেষের দিকের দু'টি বড়ো কাজ তখন চলছে-- একদিকে 'তিতাস...' আর অন্যদিকে 'যুক্তি-তক্কো-গপ্পো'। আমার বাবার বহুকালের প্রাণের বন্ধু, তাই শ্যুটিং-এর ফাঁকে বারবার চলে আসতেন আমাদের শান্তিনিকেতনের বাড়িতে। নিজের নানা অভিজ্ঞতার গপ্পো বলতেন, তরুণ শ্রোতা হিসেবে সে-সব গল্প আমরা গোগ্রাসে গিলতাম ...

    সেই একই সময়ে শুরু করেছিলেন কিঙ্করদার ওপরে ডকুমেন্টারি তৈরি--সেই অসমাপ্ত কাজ ঋতবান পরে এডিট করে একটা ছোট্ট সুন্দর সম্পূর্ণ চেহারা দিয়েছিলো। আর আমার মা আবার ঠিক তখনই কিঙ্করদার একটা দীর্ঘ ইনটারভিউ নিচ্ছিলেন 'পরিচয়' পত্রিকার জন্য লেখক/সম্পাদক দীপেন বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে। ইদানীং কিঙ্করদাকে নিয়ে অজস্র বইপত্র দেখছি প্রকাশিত হচ্ছে--অথচ মা-র ওই ইনটারভিউটি সম্ভবত প্রথম প্রকাশিত ইনটারভিউ।

    ওই সময়ে ছোট্ট ঋতবান কিছুদিনের জন্য আমাদের বাড়িতে ছিলো। এই ছবি দু'টির জন্যে ধন্যবাদ প্রকৃতপক্ষে ফটোগ্রাফার, শ্রী মহেন্দ্র কুমার (উনি সেইসময়ে ঋত্বিককাকুর ক্যামেরাম্যান ছিলেন), আর আমার মা-বাবার প্রাপ্য। ... "


  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments