সেই একই সময়ে শুরু করেছিলেন কিঙ্করদার ওপরে ডকুমেন্টারি তৈরি--সেই অসমাপ্ত কাজ ঋতবান পরে এডিট করে একটা ছোট্ট সুন্দর সম্পূর্ণ চেহারা দিয়েছিলো। আর আমার মা আবার ঠিক তখনই কিঙ্করদার একটা দীর্ঘ ইনটারভিউ নিচ্ছিলেন 'পরিচয়' পত্রিকার জন্য লেখক/সম্পাদক দীপেন বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে। ইদানীং কিঙ্করদাকে নিয়ে অজস্র বইপত্র দেখছি প্রকাশিত হচ্ছে--অথচ মা-র ওই ইনটারভিউটি সম্ভবত প্রথম প্রকাশিত ইনটারভিউ।
ওই সময়ে ছোট্ট ঋতবান কিছুদিনের জন্য আমাদের বাড়িতে ছিলো। এই ছবি দু'টির জন্যে ধন্যবাদ প্রকৃতপক্ষে ফটোগ্রাফার, শ্রী মহেন্দ্র কুমার (উনি সেইসময়ে ঋত্বিককাকুর ক্যামেরাম্যান ছিলেন), আর আমার মা-বাবার প্রাপ্য। ... "