• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৬০ | আগস্ট ২০১৫ | কবিতা
    Share
  • দু'টি কবিতা : কৌশিক সেন


    ভিজে আয়না

    স্নান শেষ করে ভিজে আয়নায় তোর নাম লেখা
    আলতো আঙুল।
    কফিশপে বসে হঠাৎ দুলাইন, হিজিবিজি কাটা
    সাদা ন্যাপকিন।
    দিন চলে গেছে তোর ঠিকানায় সারাদিন কেন
    হ্যাকারের ভিড়।
    ইমেইল হারিয়ে কতো অভিমান, ট্যুইটারে ছবি
    ফেসবুকে ফুল।
    এই খেলাঘরে বিকেলের রোদ, স্কুল ছুটি হলো
    ভারি ব্যস্ততা।
    বহু আলো জ্বালা সন্ধ্যা বিরস, হোমটাস্ক বাকি
    বোবা সিরিয়াল।
    এই সবই আছে খেরোর খাতাতে তবু আয়নাতে
    তোর ছবিটাই।


    নিজস্বী

    দু'চোখে তোর বৃষ্টিলেখা, রাতের ধারাপাত,
    পথ ভুলেছিস কানাগলি বাড়িয়ে আছিস হাত।

    পথের শেষে জ্বলছে ধুনি, মন পোড়ানো আঁচ,
    ফ্রেমহারা তোর উড়ছে ছবি, ছড়িয়ে আছে কাচ।

    কাচ তুলেছিস অসাবধানে, শ্বেতপাথরে ছাপ,
    আঙুল বেয়ে রক্তধারা, স্মৃতির অভিশাপ।

    সব ভুলে তোর উড়ছে ছবি, যেমন কাটা ঘুড়ি,
    লাটাই সুতো রইলো পড়ে, ভাবের ঘরে চুরি।

    (হিউস্‌টন, ৭/১২/২০১৫)


    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments