• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৬০ | আগস্ট ২০১৫ | কবিতা
    Share
  • বেনামী চিঠি : সিক্তা দাস


    এ যাবৎ,
    তোমায় দেখেছি যতটুকু
    নিজেকে রেখেছি তত দূরে,
    ভেঙেছি নিজেকে বানভাসি,
    কলতানে মুক্ত পারাপার।
    আজও কি বহমান নদী, তীর
    ভাঙে তুমুল ... অনায়াস
    ঘাট জাগে, পাখির আখর
    রেখে যায় বকুলের ঘ্রাণ।
    কাঠপুলে রংচটা চাঁদ--
    আর, বীতরাগ তুমিও রয়েছ
    জ্ঞাত প্রয়োজন রেখে যাক
    আঙুলের ভুল সংলাপ।
    মহুলের তীব্র চরাচরে,
    আকন্ঠ শ্রাবণ একাকার,
    অবশেষ যদিও বা থাকে
    বেনামী লেফাফা খোলা থাক।


    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments