• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৬০ | আগস্ট ২০১৫ | কবিতা
    Share
  • ভরাকোটালের শহর : যশোধরা রায়চৌধুরী


    সীমা অতিক্রম করছে জল।
    এই জল, নদীর অহং।
    পাড় ছুঁয়ে চলে যাচ্ছে রাগ
    আজ আসছে শ্রাবণের ঢল।
    এই ছিল আবেগী জোয়ার
    আজ মারমুখী সে কোটাল।
    সীমা অতিক্রম করছে রোষ
    ‘শহর ঘিরছে কেন দোষ?’
    ‘শহর ঘিরছে কেন লোভ?’
    সীমা অতিক্রম করছে ক্ষোভ।
    বর্ষণে যে বেঢপ, বেহাল
    পা-ডোবানো পথ, দিনকাল।
    বৃষ্টি নামছে সহস্রধারায়
    এই ধারা বৃষ্টির অহং।
    মানিনি যখন তাকে আমি
    মানিনীর রাগ হবে না, বল্‌?
    শহর ঘিরছে কেন, জল?
    আজ তুই প্রকৃত দুর্বল।
    ইঁটে কাঠে সাজানো দুর্গম
    সাজিয়েছি, লোভ-পাপ-যম।
    এশহর ফিরে পায়, দিয়ে,
    আক্রোশ, ক্ষমতা, বদ্‌হজম।



    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments