দেখতে দেখতে পরবাস-এর আঠেরো বছর বয়েস হল, এই সময়ে ৬০-তম সংখ্যাটি প্রকাশ করতে পেরে ভালো লাগছে। লেখার সংখ্যা ও মান আশা করি আপনাদের নিরাশ করবে না। এই সুযোগে আমি পরবাসের যেটুকু ভালো, তার জন্যে আপনাদের এবং নেপথ্যে যাঁরা পরবাসকে নানাভাবে সাহায্য করছেন, সবাইকেই অকুন্ঠ ধন্যবাদ জানাই।
একটা খুব দুঃখের খবর হল পূর্ণিমা সিংহ আর নেই। জ্ঞানপ্রকাশ ঘোষের উপরে তাঁর দীর্ঘ লেখাটি নিশ্চয় অনেকের মনে আছে। উনি কয়েকটি বিষয়ে পথিকৃৎ, যেখানে মহিলাদের বিশেষ দেখা যেত না--কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা পিএইচডি (পদার্থবিদ্যায়, সত্যেন বোসের ছাত্রী) এবং জ্ঞানপ্রকাশ ঘোষের প্রথম মহিলা তবলা শিক্ষার্থী। প্রধানত বার্ধক্যজনিত কারণে আরো একটি লেখা যা অনুরোধ করেছিলাম সেটি পাওয়া গেল না, কিন্তু তাঁর সংগৃহীত তথ্যগুলি দিয়ে ভবিষ্যতে তাঁর গবেষণা-জীবনের ও সেই সময়কার কলকাতা সায়েন্স কলেজের কাহিনি জানতে পারব আশা করছি।
অনেক লেখা রইল এই সংখ্যাতে--কয়েকদিনের মধ্যে সুরমা ঘটকের সঙ্গে সাক্ষাৎকারের প্রথম পর্ব, রবীন্দ্রনাথ বিভাগের দু'একটি লেখা ও নতুন কার্টুন যোগ করা হবে। ('বুকমার্ক' করে 'পরবাস'-কে আপনার পছন্দের আন্তর্ব্রাজকে পাকাপাকি ঠাঁই দেবার কথা ভাবতে পারেন।) প্রসঙ্গত--বাংলা পত্রিকাতে 'কার্টুন ক্যাপশন কনটেস্ট' হয়তো তেমন প্রচলিত নয় বলে আশানুরূপ সাড়া পাচ্ছি না, কিন্তু আমাদের কার্টুন-শিল্পী আশাবাদী, বিশ্বাস করেন যে বাঙালিজাতি সৃজনশীল, এবং শীগ্গিরই প্রতিযোগিদের অংশগ্রহণের চাপে মুশকিলে পড়ব! আমিও আশাবাদী।