• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৫৯ | এপ্রিল ২০১৫ | কবিতা
    Share
  • বোঝাপড়া : কালীকৃষ্ণ গুহ


    আমরা চেয়েছি শান্তি
    বহু দূরে পাখি ডাকছে
    তিন প্রহরের রাত্রি
    হঠাৎ কী পাখি ডাকছে।

    বোঝাপড়া সব ব্যক্তিক
    দলমতনির্বিশেষে
    দলমত নির্বান্ধব
    পতাকাও সীমাবদ্ধ।

    সীমাবদ্ধের গহনে
    মেশে মিছিলের ব্যাপ্তি
    পাখি ডেকে ওঠে প্রান্তিক
    পাখি মিশে যায় শূন্যে।

    আমরা চেয়েছি শান্তি
    শরীরী সীমার উর্ধ্বে
    জীবন হয়েছে ধন্য
    জীবন দয়ায় ধৌত।


    অলংকরণ (Artwork) : অলংকরণ - অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments