• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৫৮ | নভেম্বর ২০১৪ | কবিতা
    Share
  • যাযাবরী : কৃষ্ণা বসু


    চন্দ্রাতুর জ্যোৎস্নার মধ্যে দিয়ে ছুটে যায় দূরগামী এরোপ্লেন, জ্যোৎস্নার
    সাগরে সে ভাসে, ভাসে, — কোনো পরিচিত প্রিয়জন কী ছুটে
    চলেছে উড়োজাহাজের সাথে সাথে? এই জ্যোৎস্নামাখা রাত
    এর মধ্যে দিয়ে ছুটে যায় একা এরোপ্লেন। নীল জ্যোৎস্নার
    মধ্যে সবকিছু অবান্তর মনে হয়। নিজেকে দূরগামী
    যাযাবরী রমণীর মতো ভাবি, পরিযায়ী পাখিদের মতো
    ছুটে যাই একদেশ থেকে অন্য এক দেশে। আমার ভেতরে
    এক যাযাবরী রমণী রয়েছে, দূর বহু দূর শুধু তাকে ডাকে,
    এরকম চন্দ্রাচ্ছন্ন রাত সমস্ত বাতাস উথাল পাতাল! দূর
    বনস্থলী থেকে মাদলের বোল বাজে দ্রিদ্রিম দ্রিদ্রিম! এই
    মোহময় স্বপ্নমাখা রাত রক্তের ভেতরে সেই যাযাবরী জেগে
    ওঠে। আমি ঘরের ভেতরে কী করে থেকে যাবো
    চিরদিন, বলো সখা? হাত ধরো বাহির ভুবন ডেকেছে আমায়!


    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments